ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়ায় বিজ্ঞাপন কার্যক্রম বন্ধ করলো গুগল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ মার্চ ২০২২

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। রাশিয়াও পাল্টা ব্যবস্থা নিতে দেরি করছে না। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়ায় সব ধরনের বিজ্ঞাপন কার্যক্রম বন্ধ করেছে গুগল। কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন এ প্রযুক্তি প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা রাশিয়ায় গুগলের কার্যক্রম স্থগিত করেছি। পরিস্থিতি দ্রুতই পাল্টে যাচ্ছে। যথাসময়ে সব তথ্য শেয়ার করা হবে বলেও জানানো হয়।

বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। এরমধ্যেই গুগল এ সিদ্ধান্ত নিলো। তাছাড়া সম্প্রতি রাশিয়ায় একটি আইন পাস করা হয়েছে। যেখানে বলা হয়, ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে দেশটিতে অফিস খুলতে হবে। নীতি বিশ্লেষকরা জানিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার বিচার বিভাগের অধীনে আনার প্রচেষ্টা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও একই ধরনের সিদ্ধান্ত নেয়। এটি রাশিয়া ও ইউক্রেনে বিজ্ঞাপন কার্যক্রম স্থগিত করেছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো দশম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনো।

রাশিয়ার সেনাদের ক্রমাগত গোলাবর্ষণে ইউক্রেনের বিভিন্ন শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক লোকদের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। কৃষ্ণসাগর উপকূলীয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলোতেও চলছে তীব্র লড়াই। এ ছাড়া দেশটির উত্তর ও পূর্ব দিক থেকেও আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা।

এমএসএম/এমএস