ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জলহস্তীর আক্রমণে প্রাণ গেল ১২ শিশুর

প্রকাশিত: ০২:১৫ পিএম, ২২ নভেম্বর ২০১৪

জলহস্তীর আক্রমণে প্রাণ হারাল ১২ জন শিশু। পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ নিজারের রাজধানী নিয়ামেতে এই সপ্তাহের প্রথমে হাড় হিম করা এই ঘটনা ঘটলেও শুক্রবারে খবরটি প্রকাশ্যে আসে।

১২-১৩ বছরের কিছু  ছাত্র-ছাত্রী ভর্তি একটি নৌকা নিজার নদীর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি জলহস্তী নৌকাটিকে আক্রমণ করে। পশ্চিম আফ্রিকার পড়ুয়ারা নদীর অন্যপ্রান্তে অবস্থিত স্কুলে যাওয়ার জন্য হামেশাই এই ধরণের নৌকা ব্যবহার করে।

নিগারের সেকেন্ডারি শিক্ষামন্ত্রী সরকারি টেলিভিশনে জানিয়েছেন জলহস্তীর আক্রমণে ৭ জন ছাত্রী ও ৫ ছাত্রের প্রাণ গেছে। ওই নৌকায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে ছিলেন এক গ্রামবাসীও। এ ঘটনায় প্রাণ গেছে তাঁরও।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল এই হামলায় মারা গেছে ২ স্কুলের শিশুর। নিঁখোজ ১১। কোনও রকমে রক্ষা পেয়েছে ৫জন। পরে জানা যায় মারা গেছে ১২ জন।

নিয়ামেতে জলহস্তীর আক্রমণ অবশ্য নতুন ঘটনা নয়।  যুবক জলহস্তীরা এমনিতেই বেশ হিংস্র হয়। প্রাণ হাতে নিয়ে নিগার নদী পাড় করতে হয় সাধারণ মানুষকে।