ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনে সেরা ‘সেলফি স্টিক’

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ নভেম্বর ২০১৪

সেলফি তুলতে চান। অথচ কিছুতেই পছন্দসই হচ্ছে না। সমাধানে হাজির হয়েছিল সেলফি স্টিক।  স্মার্টফোনের সঙ্গে এই লাঠির মত জিনিসটি লাগিয়ে মনের মত অ্যাঙ্গেলে দেদার ছবি তুলতে পারেন।  সেই সেলফি স্টিককেই চলতি বছরের সেরা উদ্ভাবনীর তালিকায় ঠাঁই দিল টাইম ম্যাগাজিন।

টাইম ম্যাগাজিনে বলা হয়েছে, ২০১৩ সালে মানুষ সেলফি শব্দটার সঙ্গে পরিচিত হন।  আর আগামী বছর অর্থাৎ ২০১৪ তে সেলফি মানবসভ্যতার সাংস্কৃতিক অঙ্গ হয়ে দাঁড়ায়।

বারাক ওবামা থেকে কিম কাদার্শিয়ান, অন্তত এক চতুর্থাংশ মার্কিনিরা সোশ্যাল সাইটে নিজেদের সেলফি পোস্ট করেন।  উচ্চক্ষমতা সম্পন্ন রাজনৈতিক নেতাই হন, বা সাধারণ কলেজপড়ুয়া-সেলফি তুলতে কেউ কার্পণ্য করেন না।  এই সেলফি স্টিক সেলফি তোলায় যথেষ্ট সাহায্য করে বলেই টাইম ম্যাগাজিনের পর্যবেক্ষণ।