ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিয়ের আসরে যাওয়ার পথে দুর্ঘটনায় বরসহ ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

বিয়েবাড়ি যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় ভারতের রাজস্থানে বরযাত্রীর গাড়ি চম্বল নদীতে পড়ে বরসহ ৯ জনের প্রাণহানি হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুর থানায় চম্বলের ছোটি পুলিয়া এলাকায়। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

কোটা সিটির পুলিশ সুপার কেশর সিং শেখাওয়াত বলেন, নয়াপুরা থানা এলাকায় সকালের দিকে ঘটনাটি ঘটেছে। একটি কালভার্ট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এটি নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বরসহ সবাই মারা যান।

সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানায়, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

এরই মধ্যে একটি ক্রেনের মাধ্যমে গাড়িটি নদী থেকে ওপর তোলা হয়েছে। তাছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, বিয়ের উদ্দেশ্য যাচ্ছিল গাড়িটি।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইটবার্তায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, কোটায় বরযাত্রীদের একটি গাড়ি চম্বল নদীতে পরে যাওয়ায় বরসহ ৯ জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তাছাড়া নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন তিনি।

এমএসএম/জেআইএম