ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থী প্রবেশে জটিলতা দূর করবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

করোনা মহামারি শুরুর পরই সীমান্ত বন্ধসহ নানা কঠোর বিধিনিষেধ আরোপ করে জাপান। এতে বিভিন্ন দেশের লাখ লাখ শিক্ষার্থীরা এশিয়ার দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। বাড়তে থাকে অপেক্ষা। তবে সম্প্রতি জাপান সরকার মার্চ থেকে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। তাই বিদেশি শিক্ষার্থীরা যাতে দ্রুত দেশটিতে প্রবেশ করতে পারে সেজন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে পদক্ষেপ নেবে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার প্রাথমিকভাবে সীমিত সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেন। তবে প্রবেশের ক্ষেত্রে জটিল নিয়মের ফলে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়গুলো হতাশা প্রকাশ করেছেন।

দেশটির শিক্ষামন্ত্রী শিনসুকে সুয়েমাতসু সাংবাদিকদের জানিয়েছেন, বিপুল সংখ্যক শিক্ষার্থী জাপানে প্রবেশের জন্য যে অপেক্ষায় রয়েছেন সে বিষয়ে তিনি অবগত আছেন। তিনি বলেন, সমস্যা সমাধানে আমি সব সংস্থার সঙ্গে কাজ করবো। তাছাড়া সব শিক্ষার্থী যাতে দেশটিতে প্রবেশ করতে পারে সে ব্যবস্থারও আশ্বাস দেন তিনি।

বর্তমান নিয়ম অনুযায়ী, একজন বিদেশি শিক্ষার্থীকে লিখিত অঙ্গীকার, কার্যক্রমের সময়সূচী ও একটি পাসপোর্ট কপিসহ ছয়টি শারীরিক ডকুমেন্ট জমা দিতে হবে। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ দেশটির একাধিক সরকারি সংস্থা এ অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তবে জটিলতা দূর করতে এ নিয়মে কিছুটা পরিবর্তন আনছে জাপান সরকার।

এর আগে গত বছরের নভেম্বরে ছোট পরিসরে সীমান্ত খোলে জাপান সরকার। তবে নতুন ধরনের কারণে দ্রুতই সে নিয়ম বাতিল করা হয়। তবে বর্তমানের নিয়ম অনুযায়ী, মার্চে বিদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রযুক্তিগত প্রশিক্ষণার্থীরা জাপানে প্রবেশ করতে পারবেন।

এমএসএম/এএসএম