ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার প্রাথমিক স্কুলও খুলে দিচ্ছে পশ্চিমবঙ্গ

জ্যোতির্ময় দত্ত | প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

পশ্চিমবঙ্গে খুলে দেওয়া হচ্ছে সব প্রাথমিক স্কুল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। নির্দেশিকা অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যটির সব প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে।

তাছাড়া প্রাথমিক স্কুল খোলার জন্য খুব শিগগিরই স্পষ্ট গাইডলাইন জারি করা হবে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। সেই গাইডলাইন মেনেই খোলা হবে প্রাথমিকের স্কুল।

জানা গেছে, করোনা অতিমারির কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল পশ্চিমবঙ্গের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। গত বছরের ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুলগুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আসার অনুমতি দেওয়া হলেও, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুলের দরজা বন্ধই ছিল।

তখন প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য স্কুল খোলার পরিবর্তে নেওয়া হয় পাড়ায় শিক্ষালয় কর্মসূচী। তবে বর্তমান সিদ্ধান্তের ফলে সব শ্রেণির শিক্ষার্থীরা এবার স্কুলে ফিরতে পারবে।

এদিকে নতুন করোনা বিধিনিষেধে শিথিল করা হয়েছে রাতের কারফিউও। এখন থেকে রাত ১২টা-ভোর ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ।

এমএসএম/এমএস