এবার মিয়ানমার ছাড়ছে জাপানি কোম্পানি
মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা দখলের পরই ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সমস্যা সমাধানের কোনো পথ না দেখে একের পর এক বিদেশি কোম্পানি মিয়ানমার ছাড়ছে। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে জাপানের পানীয় কোম্পানি কিরিন হোল্ডিংস।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) কোম্পানিটি মিয়ানমার ছাড়ার ঘোষণা দেয়। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কোম্পানির ঘোষণার পর কিরিনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ইয়োশিনোরি ইসোজাকি বলেন, এটা খুবই হতাশাজনক। কারণ বিয়ারের ব্র্যান্ডটি এখনো দেশটিতে শক্তিশালী অবস্থানে রয়েছে।
কিরিন এক বিবৃতিতে জানায়, মিয়ানমার ছাড়ার ক্ষেত্রে স্থানীয় কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মানবাধিকার নীতি অনুযায়ী সব অংশীদারদের যথাযথভাবে বিবেচনা করা হবে।
এর আগে জানুয়ারিতে বিশ্বের জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান টোটাল-শেভরন-শেল মিয়ানমার ছাড়ার ঘোষণা দেয়। মিয়ানমারের সামরিক সরকারের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের কারণে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের শেভরন দেশটিতে তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।
তাছাড়া ২০২১ সালের জুলাইতে মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নেয় নরওয়ের টেলিকম অপারেটর টেলিনর।
মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদ ও সহিংসতা অব্যাহত রয়েছে।
এমএসএম/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার