সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৯ ফেব্রুয়ারি ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
হিজাবকাণ্ডে উত্তাল ভারত, মুখ খুললেন সেই মুসকান
হিজাব পরা এক শিক্ষার্থীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে একদল তরুণ। তাদের প্রত্যেকের কাঁধে গেরুয়া উত্তরীয়। এর মধ্যেও ভয়ে গুটিয়ে না গিয়ে হিজাব পরা সেই শিক্ষার্থী পাল্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন। জানা গেছে, ভারতের কর্ণাটকের প্রি-ইউনিভার্সিটি কলেজের ওই ছাত্রীর নাম মুসকান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ তরুণী বলেন, আমাকে দেখেই ‘জয় শ্রীরাম’ স্লোগান শুরু হয়। আমিও পাল্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকি। মুসকানের দাবি, উপস্থিত লোকদের মধ্যে কয়েকজন তার সহপাঠী হলেও বেশিরভাগই ছিল বহিরাগত।
ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া, ফরাসি প্রেসিডেন্টকে পুতিনের আশ্বাস
ইউক্রেন ইস্যুতে উত্তেজনা প্রশমনে সম্প্রতি মস্কো সফর করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন সীমান্তে আপাতত নতুন কোনো সামরিক কর্মকাণ্ড শুরু না করার প্রতিশ্রুতি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন সংকট এড়াতে ফ্রান্স-রাশিয়ার মধ্যে এমন কোনো সমঝোতা হয়নি বলে দাবি করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মস্কো কোনো চুক্তিতে পৌঁছাতে পারে না।
এবছর ৫ হাজার কোটি ডলারের করোনা টিকা-ওষুধ বিক্রির লক্ষ্য ফাইজারের
করোনা প্রতিরোধী টিকা ও মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ বিক্রিতে বিশ্বব্যাপী একক আধিপত্য দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। চলতি বছর প্রতিষ্ঠানটি পাঁচ হাজার কোটি ডলারের বেশি করোনার টিকা ও ওষুধ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এর আগে ওয়াল স্ট্রিট তাদের আয়ের যে পূর্বাভাস দিয়েছিল, এটি তার চেয়ে কিছুটা কম।
‘৪ মিনিটে জানা যাবে করোনা টেস্টের রিপোর্ট’
মাত্র চার মিনিটে করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে! করোনা টেস্টের জন্য নতুন পিসিআর টেস্ট কিট আবিষ্কারের বার্তা দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ১৯ জন করোনা পজিটিভ রোগী, ২৩ জন করোনা নেগেটিভ ব্যক্তি, ছয়জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তি এবং ২৫ জন সুস্থ ব্যক্তিকে নিয়ে একটি পরীক্ষা চালান। নতুন পদ্ধতিতে তাদের পিসিআর টেস্ট করা হয়। তাতে সবার ফলাফল চলে আসে মাত্র চার মিনিটের মধ্যেই। এরপর বিশ্ববিদ্যালয়টির পক্ষ দাবি করা হয়, তাদের এ পরীক্ষা সফল হয়েছে।
৯ মাসে টয়োটার লাভ দুই হাজার কোটি ডলার
করোনা মহামারির মধ্যেই রেকর্ড পরিমাণ লাভ করেছে জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। চলতি অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট লাভ হয়েছে দুই হাজার কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানটি নয় মাসে আয় করেছে ২৩ লাখ কোটি ইয়েন (জাপানি মুদ্রা)।
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৪
কলম্বিয়ার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভোরের দিকে রিসালদা প্রদেশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে টানা বর্ষণের মুখে এলাকাটিতে ভূমিধসের ঘটনা ঘটনা। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
বেইজিং অলিম্পিকে গিয়ে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে গত সপ্তাহে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই করোনা পজিটিভ ধরা পড়েন তিনি। ফলে বাধ্য হয়ে সফরসূচিতে পরিবর্তন আনতে হয়েছে তাকে। গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দিয়েই রোববার রাতে দেশে ফিরে গেছেন মারাপে। তার ফ্রান্স সফরও বাতিল করা হয়েছে।
আবুধাবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আতঙ্ক, সতর্কতা
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বুধবার (৯ ফেব্রুয়ারি) একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। সেখানকার মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে বলেছে, তারা আরেকটি হামলার আশঙ্কা করছে। নিরাপদ ব্যবসা ও পর্যটন কেন্দ্র হিসেবে সুনাম রয়েছে আমিরাতের। তবে উপসাগরীয় দেশটি কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ত্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছে।
দৃশ্যমান হলো বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু
ভারতের জম্মু-কাশ্মীরে দৃশ্যমান হলো বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু। এর নির্মাণকাজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে। নির্মাণাধীন সেতুটির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেতুটি নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে। ফলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু। চলতি বছরের ডিসেম্বরে এটি চালু হওয়ার কথা।
৫ বছর পর টায়ারমুক্ত হলো ইন্দোনেশিয়ার কুমির
ইন্দোনেশিয়ার একটি কুমিরের গলায় আটকে গিয়েছিল টায়ার। প্রায় পাঁচ বছর ধরে সেই টায়ার নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে কুমিরটিকে। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অবশেষে তার গলা থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে টায়ারটি। সোমবার ১৭ ফুট লম্বা কুমিরটি ধরতে সক্ষম হন সংশ্লিষ্টরা। তিন সপ্তাহের চেষ্টায় সফল হন তারা। এরপর ডজনখানেক লোক কুমিরটিকে তীরে এনে তার গলা থেকে টায়ারটি কেটে বের করেন।
কেএএ/এএসএম