ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ওবামার কুকুর অপহরণ চেষ্টা : আটক ১

প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুর অপহরণ পরিকল্পনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। কর্মকর্তারা বলছেন, উত্তর ডাকোটার বাসিন্দা স্কট স্টকার্ট প্রেসিডেন্টের দুই পোষা কুকুর বো অথবা সানির মধ্যে যেকোনো একটিকে অপহরণের পরিকল্পনা করেছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি পুলিশ স্টকের গাড়ি থেকে একটি শর্টগান, একটি রাইফেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। আটকের সময় ওই ব্যক্তি অদ্ভূত কিছু তথ্য দিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে আছে বলেও স্টক জানান। এছাড়া আদালতের তথ্য অনুযায়ী তিনি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনোরোর ছেলে বলে দাবি করেন। কলম্বিয়া ডিস্ট্রিক্ট`র আগ্নেয়াস্ত্র আইন ভঙ্গের কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্টের পোষা কুকুর হিসেবে বো কে পরিবারে নিয়ে আসা হয়। পরে ২০১৩ সালে বোর ছোট বোন হিসেবে সানিকে ওবামা পরিবারের সদস্য করা হয়।

এসআইএস/এমএস