সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৩ ফেব্রুয়ারি ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
একদিনে ৩০ লাখের বেশি শনাক্ত, আরও ১১৬৮৭ জনের মৃত্যু
বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত দুটোই বেড়েছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৬৮৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন। আগের দিনের তুলনায় মৃত্যু পাঁচশোর বেশি এবং আক্রান্ত বেড়েছে প্রায় দেড় লাখ।
তুরস্কের মসজিদে আশ্রয় নিলেন ইসরায়েলি ধর্মযাজক
তুরস্কে গত কয়েকদিন ধরেই ভারি তুষারপাত হচ্ছে। রাস্তাঘাট বরফের চাদরে ঢেকে গেছে। চলতি সপ্তাহের শুরুতেই ইস্তাম্বুল শহরে প্রবল তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় শত শত মানুষ মসজিদে আশ্রয় নেন। এদের মধ্যে এক ইসরায়েলি ধর্মযাজকও ছিলেন।
পূর্ব ইউরোপে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ‘ধ্বংসাত্মক’ বললো রাশিয়া
ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মধ্যে ন্যাটোর হাত শক্তিশালী করতে পূর্ব ইউরোপে আরও তিন হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এটিকে ‘ধ্বংসাত্মক পদক্ষেপ’ মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। খবর এএফপি’র।
ইউক্রেন সীমান্তে মোতায়েন লাখ খানেক সেনা প্রত্যাহারে রাজি হয়নি রাশিয়া। পুতিন বাহিনী যেকোনো সময় সাবেক সোভিয়েত দেশটি আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কাপ্রকাশ করছে পশ্চিমারা। এ অবস্থায় পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে আরও তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিলো ওয়াশিংটন।
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস প্রধান নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে ১৬ শতাংশ
শীতকালীন ঝড়কে সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটিতে গ্যাসের দাম বাড়ে ১৬ শতাংশ। চাহিদা বাড়ায় প্রভাব পড়তে পারে উৎপাদনেও। এরই মধ্যে বড় ধরনের শীতকালীন ঝড় দেখেছে দেশটি। জানা গেছে, এই সময় যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঘর উষ্ণ রাখতে গ্যাসের ব্যবহার করে বেশি পরিমাণে।
আর্জেন্টিনায় কোকেন সেবনে ২০ জনের মৃত্যু
আর্জেন্টিনায় কোকেন সেবনের পর কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন। ধারণা করা হচ্ছে ওই কোকেনে বিষাক্ত কোনো পদার্থের মিশ্রন ছিল। কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করছে। ওই কোকেনের মধ্যে কী ধরনের পদার্থ মেশানো হয়েছে সে বিষয়ে অভিযান শুরু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় যারা এ ধরনের মাদক কিনেছেন তা ফেলে দেওয়ার জন্য লোকজনকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
টিকটকের উত্থানে বড় আর্থিক ক্ষতিতে ফেসবুক
টিকটক ও এ ধরনের বিভিন্ন অ্যাপসের কারণে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রতিদ্বন্দ্বী এসব সামাজিক মাধ্যমের কারণে ফেসবুকের বাজার মূল্য কমেছে এক-পঞ্চমাংশ। মার্ক জুকারবার্গ এজন্য বিনিয়োগ ও পরিবর্তনশীল অনলাইন বিজ্ঞাপনকে দায়ী করেছেন।
বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন আফগান নারীরা
আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। ছেলেদের পাশাপাশি নারীরাও ক্লাসে যোগ দিয়েছেন। গত বছরের আগস্টে তালেবান দেশটির ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিভিন্ন ক্যাম্পাসে নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হলো।
৭০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে জাপানে
২০৪০ সালে জাপানে প্রায় ৭০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে। বর্তমানের চেয়ে যা চারগুণ বেশি। দেশটির একটি সাহায্য সংস্থার সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বৃহস্পতিবার এই সমীক্ষা প্রকাশ করেছে। দেশটির অধিকাংশ কর্মী আসে শুধু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে। তবে এসব দেশের অর্থনীতি অনেকটা উন্নতির দিকে। তাই ভবিষ্যতে এতো বেশি কর্মী আকৃষ্ট করতে দেশটি সমস্যার সম্মুখীন হবে।
পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় চার সেনাসহ নিহত ১৯
পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে এক রাতে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছেন চার সেনা সদস্য। সংঘর্ষে ১৫ বালোচ বিদ্রোহীও নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ এক ভিডিওবার্তায় বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী বড় ধরনের একটি হামলা প্রতিহত করেছে। সংঘর্ষে চার সেনা ও ১৫ বিদ্রোহী নিহত হয়েছেন। আরও চার-পাঁচ বিদ্রোহীকে ঘিরে রাখা হয়েছে। তাদের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে।
এমএসএম/জেআইএম