ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেক্সিকোতে এক মাসেরও কম সময়ে চার সাংবাদিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

এক মাসেরও কম সময়ের মধ্যে মেক্সিকোতে চার সাংবাদিককে হত্যা করা হয়েছে। সবশেষ হত্যার শিকার সাংবাদিক রবার্তো টলেডো মেক্সিকোর মিয়াচেন রাজ্যের একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কয়েক সপ্তাহ ধরে চলা হত্যাকাণ্ড এরই মধ্যে দেশটিতে বিক্ষোভের জন্ম দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কাজ করে এমন সংগঠনগুলো সরকারকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

টলেডোসহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিহতদের মধ্যে দুইজন সাংবাদিকদের জন্য ফেডারেল সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিলেন। অন্যজন যোগদান করতে চেয়েছিলেন বলে জানায় অধিকার গোষ্ঠী।

মনিটর মিচোয়াকানের পরিচালক আরমান্দো লিনারেস সোমবার টলেডোর হত্যার পরে বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্পর্কে তথ্য উন্মোচন করার জন্য তাকে জীবন দিতে হয়েছে।

মিচোয়াকান অ্যাটর্নি জেনারেলের অফিস এক বিবৃতিতে জানায়, টলেডো তার ক্ষত থেকে মারা গেছেন। রাজ্য কর্তৃপক্ষ বলছে, তারা হত্যার তদন্ত করছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

অন্যদিকে চলতি বছরের ১৭ জানুয়ারি ফটোগ্রাফার মার্গারিটো মার্টিনেজ ও ২৩ জানুয়ারি রিপোর্টার লর্ডেস মালডোনাডো লোপেজকে সীমান্ত শহর টিজুয়ানায় গুলি করে হত্যা করা হয়। তাছাড়া প্রতিবেদক হোসে লুইস গাম্বোয়াও উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে ১০ জানুয়ারি একটি হামলায় নিহত হন।

২০০০ সালের পর মেক্সিকোতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়। দেশটির মাদককারবারীরা প্রায়ই সাংবাদিকদের হত্যা করে। সাংবাদিকরা খবর প্রকাশ করতে যেন ভয় পায় সে জন্যই এ ধরনের হত্যাকাণ্ড ঘটায় অপরাধীরা। ২০২২ সাল দেশটিতে সাংবাদিকদের অবস্থা আরও ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম/এমএস