সৌদি কারাগার উড়িয়ে দেয়ার হুমকি আইএসের
সৌদি আরবে কারাগারে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। দেশটিতে শনিবার শিয়া নেতা নিমর আল নিমর সহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের পর অাইএস এ হুমকি দিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার অনলাইনে একটি নিবন্ধ প্রকাশ করেছে আইএস।
এর আগে ইয়েমেন এবং সৌদি আরবের বেশ কিছু এলাকায় হামলার দায় স্বীকার করে অাইএস। এবার দেশ দুটির আল-হাইর এবং তারফিয়া কারাগারে হামলার হুমকি দিলো এ জঙ্গিগোষ্ঠীটি। ওই কারাগার দুটিতে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের অনেক সমর্থক বন্দী রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে রিয়াদের আল-হাইর কারাগারের কাছে আইএসের এক সমর্থক আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। ২০১৪ সালের নভেম্বরে সৌদি আরবে বোমা হামলা ও গুলির দায় স্বীকার করে আইএস। এ ঘটনায় অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে অধিকাংশই শিয়া সম্প্রদায়ের।
আদর্শগত দিক থেকে আল-কায়েদা এবং আইএস বিপরীতমূখী অবস্থানে থাকলেও সৌদি আরবে হামলার ব্যাপারে তারা একমত। এই দুই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে রিয়াদ। একই সঙ্গে দেশটির কারাগারে হাজার হাজার সমর্থককে আটকে রাখা হয়েছে।
শনিবার প্রভাবশালী শিয়া নেতা নিমর আল-নিমর সহ ৪৭ জনের মৃত্যদণ্ড কার্যকরের পর তেহরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনা ঘটে। নিমরের ফাঁসি কার্যকর করায় রিয়াদকে এ জন্য কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় ইরান। এর একদিন পর রোববার তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দূতাবাস কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নেয় রিয়াদ। এরপর রিয়াদের পথে হাঁটে বাহরাইন, দ. সুদান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।
সৌদি কর্মকর্তারা বলছেন, দেশটিতে এককভাবে এমন কোনো গোষ্ঠী নেই যারা আইএস বা আল-কায়েদার হয়ে হামলা চালাতে সক্ষম। তবে একেবারেই হামলার আশঙ্কা উড়িয়ে দেননি তারা। এর আগে ডিসেম্বরে আল-কায়েদার আরব উপসাগরীয় (একিউএপি) শাখা দেশটিতে রক্ত বন্যা বয়ে দেয়ার হুমকি দেয়।
এসআইএস