ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ত্রিপুরায় আরও ১৩৮৫ জনের করোনা শনাক্ত

মৃণাল কান্তি দেবনাথ | প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৮ জানুয়ারি ২০২২

ভারতের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে আরও এক হাজার ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মারা গেছেন চারজন। ত্রিপুরায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৯১ জন।

ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের প্রদত্ত রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, সবমিলিয়ে এখন পর্যন্ত রাজ্যে (ত্রিপুরায়) করোনায় মারা গেছেন ৮৪১ জন। ত্রিপুরায় করোনা শনাক্তের হারও বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নমুনা পরীক্ষার বিপরীতে ১৪ দশমিক ৮৬ শতাংশ মানুষের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়। শুধুমাত্র এই জেলাতেই শনাক্ত হয়েছে ৬১০ জন। এছাড়াও সিপাহীজলা জেলায় ৯৬ জন, খোয়াই জেলায় ৪৫ জন, গোমতী জেলায় ১৩৩ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৩৭ জন, ধলাই ত্রিপুরা জেলায় ১৩২ জন, ঊনকোটি জেলায় ১৪৫ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ৮৭ জন শনাক্ত হয়েছেন।

কেএসআর/এমএস