ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সোমালিয়ায় বিস্ফোরণ, সরকারি মুখপাত্র আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারি এক মুখপাত্র আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। সরকারি মুখপাত্র ইব্রাহিম মোয়ালিমুকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা এক ফটোগ্রাফার জানিয়েছেন, তিনি ইব্রাহিমের বাড়ির বাইরে একজনের দেহের অংশ পড়ে থাকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলাকারীর শরীরের অংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মোগাদিসুর সড়কের একটি মোড়ে হওয়া বিস্ফোরণটি আসলে আত্মঘাতী বোমা হামলা।

কারা এই হামলার পেছনে দায়ী সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে এর আগেও সোমালিয়ায় বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে আল শাবাব এবং আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠী।

দেশটিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ক্রমবর্ধমান লড়াই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সোমালিয়ার মিত্র দেশগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত নভেম্বরে রাজধানী মোগাদিসুতে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং আরও ২৩ জন আহত হয়।

ওই হামলার দায় স্বীকার করে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল শাবাব। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ওই গোষ্ঠী তাদের আনদালুস রেডিও চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানান, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী কনভয় দ্বারা সংরক্ষিত পশ্চিমা কর্মকর্তাদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

টিটিএন/এমএস

বিজ্ঞাপন