‘শতাব্দী-সেরা সংকটের নাম ইমরান খান’
পৃথিবীতে প্রতি ১০০ বছরে একটি করে বড় সংকট আসে, আর বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় সংকটের নাম পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! বুধবার (১২ জানুয়ারি) পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এভাবেই পিটিআই সরকারকে তুলোধুনো করেছেন দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি। পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের জন্য ইমরান খানের সরকারকেই দায়ী করেছেন তিনি। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।
পাকিস্তানি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিলওয়াল বলেন, প্রতি শতাব্দীতে একটি করে সংকট আসে আর এই শতাব্দীর সংকট হচ্ছেন ইমরান খান।
এসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইমরান সরকারের চুক্তি দেশটিতে ভয়াবহ প্রভাব ফেলবে বলে দাবি করেন এ নেতা। তিনি বলেন, আপনি যখন দুর্বল, তখনই আইএমএফের কাছে গেলেন এবং একটি দুর্বল চুক্তি করলেন। আমরা এই চুক্তির দায়ভার বহন করবো না, এটি করবে সাধারণ মানুষ ও দরিদ্ররা।
পিপিপি চেয়ারম্যানের দাবি, ইমরান সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক বিল পাকিস্তানে ‘মূল্যস্ফীতির সুনামি’ তৈরি করবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার ‘দম্ভ’র কারণে আইএমএফের সঙ্গে চুক্তির বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেনি। আমরা আপনাদের আসিফ আলি জারদারি ও শেহবাজ শরিফের সঙ্গে কথা বলতে বলেছিলাম, কিন্তু আপনারা (সরকার) তা শোনেননি।
খাইবার পাখতুনখাওয়া নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে বিলওয়াল বলেন, দুর্বল অর্থনৈতিক নীতির কারণে পিটিআই শিগগির জনরোষের মুখে পড়তে চলেছে। তিনি বলেন, প্রস্তাবিত বিলের মাধ্যমে ইমরান খানের সরকার পেট্রোল, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, মোবাইল ফোন, ইন্টারনেটসহ আরও অনেক পণ্যের শুল্ক বাড়াতে চায়।
বিলওয়াল বলেন, আপনারা শুধু আমদানিপণ্যেই শুল্ক বসাচ্ছেন না, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যেও বসাচ্ছেন। ডিম, পোল্ট্রি, বীজে ট্যাক্স নিচ্ছে সরকার- এটি অর্থনৈতিকভাবে কৃষকদের হত্যার সামিল।
এদিন ২০১৯ সালে সংসদ সদস্যদের জন্য পাকিস্তান কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের নির্দেশিকার কথা উল্লেখ করে পিপিপি নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, তিনি কীসে বিনিয়োগ করেছেন যে, ক্ষমতায় বসার পর সম্পদ দুই হাজার শতাংশ বেড়ে গেলো। এটা কোন ধরনের স্কিম যেখানে ইমরান খান ধনী হলেন আর গোটা দেশ গরিব হলো?
কেএএ/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার