ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে তিন দেশের কনস্যুলেটের কাছে বিস্ফোরণ

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারত, পাকিস্তান ও ইরানের কনস্যুলেট ভবনের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারে এ বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জালালাবাদ জেলার গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার ভারতের পাঞ্জাব প্রদেশের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর পরের দিন রোববার আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার ই শরিফে ভারতীয় কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। সে সময় তিন হামলাকারী কনস্যুলেট ভবনে ঢুকে হামলায় অংশ নেয়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টার অভিযান চালালে তিন হামলাকারী নিহত হয়। এ ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিকসহ আহত হয় আরো অন্তত ১০ জন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এরপর মঙ্গলবার জালালাবাদে ভারতীয় কনস্যুলেট ভবনের ৪ শ মিটার দূরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটলো। এক আফগান কর্মকর্তা বলেন, বিস্ফোরণে কোনো হতাহত হয়নি।

এসআইএস/পিআর