ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা: কর্মীদের আইসোলেশনের সময়-বৈতনিক ছুটি কমালো অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৮ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন করোনাভাইরাসে আক্রান্ত কর্মীদের আইসোলেশনে থাকার সময় কমিয়েছে। আগে প্রতিষ্ঠানটির কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে ১০ দিন দূরে থাকতে হতো, এখন সেই সময়সীমা সাত দিনে নামিয়ে আনা হয়েছে। এর সঙ্গে কমেছে বৈতনিক ছুটিও। খবর রয়টার্সের।

শুক্রবার (৭ জানুয়ারি) অ্যামাজন জানিয়েছে, তারা মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সবশেষ নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের জেরে সম্প্রতি যুক্তরাষ্ট্রে আবারও দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে। এতে স্কুল, এয়ারলাইনসহ অন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে কর্মী ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় গত মঙ্গলবার (৪ জানুয়ারি) সিডিসির পক্ষ থেকে বলা হয়, করোনার সংস্পর্শে আসা ব্যক্তিরা পাঁচদিন পরেই আইসোলেশন ভাঙতে পারবেন।

এর পরিপ্রেক্ষিতে অ্যামাজন কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছে, নতুন সপ্তাহব্যাপী আইসোলেশন নীতি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এখন থেকে করোনায় আক্রান্ত কর্মীরা ৪০ ঘণ্টার বৈতনিক ছুটি পাবেন। আইসোলেশনের সময় কমার কারণে বৈতনিক ছুটিও কমানো হয়েছে বলে জানিয়েছে তারা।

বার্তায় বলা হয়েছে, অসুস্থ থাকলে কাজে আসতে হবে না। এক সপ্তাহের পরেও কারও শরীরে উপসর্গ থাকলে বাড়তি ছুটি পাবেন।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা অ্যামাজনের এ ঘোষণা মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, চলতি সপ্তাহে দেশটির বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা ওয়ালমার্ট ঘোষণা দিয়েছে, তারাও সিডিসির সংশোধিত নির্দেশনা অনুসারে ছুটির সময় কমাচ্ছে।

কেএএ/এএসএম