করোনা: পশ্চিমবঙ্গে একদিনেই শনাক্ত ১৪ হাজার
ঠিক ছয় মাস পর গত সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছিল। আর এ সপ্তাহের বুধবার সেটি ১৪ হাজার ছাড়িয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর যে বুলেটিন প্রকাশ করে, তা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২২ জন। কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৭০ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪০ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে কলকাতায় এবং উত্তর ২৪ পরগনায় প্রাণ গেছে পাঁচ জন করে করোনা রোগীর। এখন পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গেছেন ১৯ হাজার ৮২৭ জন। বুধবার সংক্রমণমুক্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন।
সেখানে করোনা সংক্রমণের হার ২৩.১৭ শতাংশ।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভয় ধরাচ্ছে কলকাতা ও হাওড়ার পরিস্থিতি। মাত্র সাত দিনে কলকাতা শহরে কোভিড-১৯ সংক্রমণের হার পৌঁছে গেল ৪৪.৫ শতাংশে। পাশের জেলার হাওড়াতেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে সংক্রমণের হার গত এক সপ্তাহে ৩০.১৪ পৌঁছেছে শতাংশে।
এমএইচআর