ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

 

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ফ্রান্সে একদিনে রেকর্ড ১০৪৬১১ জনের করোনা শনাক্ত

বিশ্বজুড়ে বেড়েই চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’। ‘ওমিক্রন’ আতঙ্কে বড়দিনের উৎসবেও সপ্তাহজুড়ে বিশ্বের সাড়ে পাঁচ হাজারের বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে।

১০০ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে বিশ্ব অর্থনীতি, শীর্ষে থাকবে চীন

২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, এমন পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ কনসালটেন্সি ফার্ম সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন। স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) সংস্থাটি এক রিপোর্টে জানায়, বিশ্ব অর্থনীতি আগামী বছর প্রথমবারের মতো একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে এবং শীর্ষে থাকবে চীন। তবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে কাটাতে একটু সময় লাগবে চীনের।

আফগানিস্তানে ভেঙে দেওয়া হলো নির্বাচন কমিশন

আফগানিস্তানের নির্বাচন কমিশনকে ভেঙে দিয়েছে তালেবান সরকার। পশ্চিমা-সমর্থিত প্রশাসনের অধীনে আফগানিস্তানে এ কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হতো বলছেন তারা। তালেবান সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) সম্পর্কে স্থানীয় সময় শনিবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, এ ধরনের কমিশন থাকা ও কার্যক্রম পরিচালনার কোনো প্রয়োজন নেই। আমরা যদি প্রয়োজন মনে করি, ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করবে।

পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারবেন না আফগান নারীরা

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ রোববার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, স্বল্প দূরত্ব ছাড়া অন্য যে কোনো স্থানে ভ্রমণ করতে চাইলে নারীদের অবশ্যই তাদের কোনো পুরুষ অভিভাবককে সঙ্গে রাখতে হবে। কোনো পুরুষ অভিভাবক ছাড়া কোনো নারীকে দূরে কোথাও ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। দেশটির সদগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। সেখানে নারীদের পুরুষ অভিভাবকের সঙ্গে ভ্রমণের নির্দেশনাসহ বিভিন্ন পরিবহনে যেন ইসলামিক হিজাব ছাড়া কোনো নারীকে ভ্রমণের সুযোগ দেওয়া না হয় সেই আহ্বান জানানো হয়েছে।

নোবেলজয়ী বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু আর নেই

শান্তিতে নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটানোর পেছনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে আর্চবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বব্যাপী আরও ১৫০০ ফ্লাইট বাতিল

সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুরূহ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনে ফেরা। এর নেতিবাচক প্রভাব পড়েছে বড়দিনের উৎসবে। বন্ধ হয়ে যাচ্ছে শত শত ফ্লাইট। সবশেষ রোববার (২৬ ডিসেম্বর) বিশ্বব্যাপী আরও ১৫০০ ফ্লাইট বাতিল হলো। উৎসবকে কেন্দ্র করে যাদের ভ্রমণ করার পরিকল্পনা ছিল বেশি বিপদে পড়েছেন তারা। বিমানবন্দরগুলোতে দেখা গেছে, যাত্রীদের চরম দুর্ভোগ।

বৈশ্বিক-আঞ্চলিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে সৌদি

দীর্ঘদিন ধরেই বৈশ্বিক ব্যবসায়ীদের কাছে সৌদি আরব গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন দেশের ব্যাংকার ও নির্বাহী প্রধানরা সৌদি আরবের রিয়াদকে কাজের উপযুক্ত জায়গা বলে মনে করছেন। এর মাধ্যমে দেশটির রাজধানী যেমন বৈশ্বিক ও আঞ্চলিক ব্যবসার কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে তেমনি বিনোদন ও আনন্দ উৎসবের কেন্দ্রেও পরিণত হচ্ছে।

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪১

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪১ জন নিহত হয়েছেন। হতাহতের ঘটনা নিশ্চিত করে দেশটির সরকার জানিয়েছে, উত্তরাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সরকার-সমর্থিত বেসামরিক আত্মরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন। যারা মাদারল্যান্ড প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক (ভিডিপি) নামে পরিচিত। মূলত দেশটির সেনাবাহিনীকে সাহায্য করতেই এটি প্রতিষ্ঠা করা হয়।

লিবিয়া উপকূলে ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

অভিবাসীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বের শীর্ষ ঝুঁকিপূর্ণ অভিবাসী পথ হিসেবে বিবেচনা করা হয় ভূমধ্যসাগরকে। কারণ এই পথ পাড়ি দিয়েই আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে যাওয়া চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

মহামারিতে আয় বুঝে ব্যয় করছেন ভিয়েতনামিরা

প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারিতে দেশে দেশে বিপর্যস্ত হয়েছে অর্থনীতি। ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকখাত। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যবিত্তের ওপর। টানা লকডাউনে চাকরি হারিয়েছেন অনেকেই। প্রভাব পড়েছে অধিকাংশ মানুষের আয়ে। এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করছেন ভিয়েতনামের নাগরিকরা। রোববার (২৬ ডিসেম্বর) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ভিয়েতনামে মহামারির বেশি প্রভাব পড়ে ২০২১ সালে অর্থাৎ চলতি বছরে। এই সময়ে দেশটিতে মানুষের আয় কমে যায়। তাই অপরিহার্য নয় এমন পণ্যে ব্যয় কমান দেশটির নাগরিকরা। অর্থাৎ মানিয়ে চলার একটি প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে।

এমএসএম/জিকেএস