ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় আগাম নির্বাচনের ঘোষণা

প্রকাশিত: ০৯:২০ এএম, ২০ নভেম্বর ২০১৪

আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
 
খবরে জানান হয়, আগামী জানুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন রাজাপক্ষে।
 
২০০৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে প্রথম বারের মতো শ্রীলঙ্কার ক্ষমতায় আসসেন রাজাপক্ষে। পরে ২০১০ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি। শ্রীলঙ্কায় নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াাদ সাধারণত ৬ বছর। সেই হিসেবে আগামী ২০১৬ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার বৈধতা ছিল।
 
রাজাপক্ষের নেতৃত্বে শ্রীলঙ্কা দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জাফনা দ্বীপের স্বাধীনতাকামী তামিল টাইগার বিদ্রোহিদের (এলটিটিই) বিরুদ্ধে জয়লাভ করে।