তেহরানে সৌদি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা
সৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিক্ষোভ ক্রমেই বেড়ে চলছে। এরই ধারাবাহিকতায় ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। পরে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।
এর আগে দূতাবাসের সামনে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই ঘটনার কঠোর প্রতিশোধ নেয়ারও ঘোষণা করেছে ইরানের দ্য রেভোলিউশনারি গার্ড।
সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেয়া হলেও, নিমর-এর সমর্থকেরা মনে করছেন- সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে এ দণ্ড দেয়া হয়েছে। সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল কাতিফ প্রদেশেও এর প্রতিবাদ হয়েছে।
আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার