সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ ডিসেম্বর ২০২১
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
করোনায় আরও ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৭ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৭ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন আরও ৫ লাখ ৪৪ হাজার ৪০০ জন। এ নিয়ে বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৬৭ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৪৬ জনে। এছাড়া সর্বমোট সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ৬ জন।
ইরাকে ১০০০ স্কুল বানাচ্ছে চীন
ইরাকে এক হাজার স্কুল বানাচ্ছে চীন। এ বিষয়ে দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধিমির উপস্থিতিতে চুক্তিতে সই করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। ইরাকি সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার (পাওয়ার চায়না) ভাইস প্রেসিডেন্ট লি ডেজ, যার প্রতিষ্ঠান ৬৭৯টি স্কুল তৈরি করবে এবং সিনোটেকের আঞ্চলিক পরিচালক কু জুন, যারা তৈরি করবে ৩২১টি স্কুল। ইরাকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন স্কুল নির্মাণে উচ্চতর কমিটির নির্বাহী পরিচালক কারার মুহাম্মদ।
আফ্রিকার ১০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কানাডা
আফ্রিকার ১০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কানাডা। শুক্রবার এক ঘোষণায় কানাডার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গত ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।
এরপর ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানায়। তার পরপরই দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে থাকে বিভিন্ন দেশ থেকে। এই তালিকায় ছিল কানাডাও। তবে এবার দেশটি জানিয়েছে, আফ্রিকার দেশগুলোর বিদেশি ভ্রমণকারীদের ওপর আর নিষেধাজ্ঞা থাকছে না।
জেদ্দার উন্নয়নে ২ হাজার কোটি ডলারের পরিকল্পনা ঘোষণা
সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর জেদ্দা। ভৌগোলিকভাবেও এই শহর বেশ তাৎপর্যময়। সে কারণেই জেদ্দাকে আরও আধুনিক করতে চায় সৌদি সরকার। এরই মধ্যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান জেদ্দার উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এর নাম দেওয়া হয়েছে ‘নিউ জেদ্দা ডাউনটাউন’। এই অঞ্চলের প্রায় ৬০ লাখ বর্গমিটার উন্নয়নের আওতায় আনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার। আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ নিহত ১০
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ দশজন জন নিহত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রেলার লরি এবং তিনটি গাড়ির সংঘর্ষে আরও সাতজন আহত হয়েছেন। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যরাতের ঠিক আগে দুর্ঘটনার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল। তারা বলেছে, গাড়ি থেকে ট্রেলার লরিটি তুলতে একটি ক্রেন ব্যবহার করতে হবে যাতে ক্ষতিগ্রস্তদের বের করা যায়। যে গাড়িটি ট্রেলার লরিতে পিষ্ট হয়েছিল তাতে আট শিশুসহ ১০ জন মানুষ ছিল।
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১০, আহত ১২
পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। করাচির পুলিশের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, শনিবার দুপুরে পাকিস্তানের করাচি শহরের শেরশাহ এলাকার পরচা চকে এ বিস্ফোরণ ঘটে। শেরশাহের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাফর আলি শাহ জানিয়েছেন, একটি বেসরকারি ব্যাংকের পাশের নালার কাছে বিস্ফোরণটি ঘটে। সেখানে একটি পেট্রলপাম্পও ছিল।
‘২০২৪ সালের মধ্যে স্থানীয় রোগে পরিণত হবে করোনা’
প্রায় দুই বছর ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস। তারপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশে দেশে। প্রাণহানি ঘটে বিশ্বের লাখ লাখ মানুষের। কিন্তু টিকা আবিষ্কারের পর ভাইরাসের প্রকোপ এরই মধ্যে কিছুটা কমেছে। তবে নতুন ধরন ওমিক্রনের কারণে বিশ্বের নানা প্রান্তে আবারও শনাক্তের হার বাড়তে শুরু করেছে। করোনা মহামারি থেকে বাঁচতে এখন বুস্টার ডোজের দিকে নজর দিচ্ছে বিশ্ব।
এমন পরিস্থিতে আশার খবর শোনালেন ফাইজার ভ্যাকসিনের গ্লোবাল প্রেসিডেন্ট ন্যানেট কোসেরো। তিনি বলছেন, ২০২৪ সালের মধ্যেই করোনা আর মহামারি পর্যায়ে থাকবে না। এটি একটি স্থানীয় রোগে পরিণত হবে। অর্থাৎ নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে। অনেকটা অন্যান্য বিদ্যমান ফ্লুর মতোই।
আলোর গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী
সারা বিশ্বে নতুন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে করোনাভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। তাই সামনের দিনগুলোতে বড়দিন এবং নতুন বছরকেন্দ্রিক উৎসবের আগেই লোকজনকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়তে শুরু করায় নতুন করে যেন আবারও লকডাউন জারি করতে না হয় সেজন্য ভ্যাকসিন গ্রহণের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স বলেন, করোনার পঞ্চম ঢেউ এসে গেছে এবং এটি পুরো উদ্যমে সংক্রমণ ছড়াচ্ছে। ইউরোপে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আলোর গতিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
বড়দিনের উৎসবে কঠোর লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস
বড়দিনের উৎসব সামনে রেখে কঠোর লকডাউনের ঘোষণা দিতে যাচ্ছে নেদারল্যান্ডস। নতুন এই পদক্ষেপের ফলে বন্ধ থাকতে পারে অপ্রয়োজনীয় সব দোকান-পাট। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। নেদারল্যান্ডসের সরকার এরই মধ্যে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করছে। এতে বিশেষজ্ঞরা দোকান, স্কুল, বার, রেস্তোরাঁ ও অন্যান্য পাবলিক স্থানগুলো বন্ধ করার সুপারিশ করেছেন।
তিনদিনে দ্বিগুণ হচ্ছে ওমিক্রন সংক্রমণ, শনাক্ত ৮৯ দেশে: ডব্লিউএইচও
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়েছে পড়ছে। যা পুরোনো ধরন ডেল্টার তুলনায় বেশি। পাশাপাশি ওমিক্রন শনাক্তের সংখ্যা তিনদিনে মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ৮৯টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
এমএসএম/জেআইএম