ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তেল আবিবের পানশালায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বন্দুকধারী স্বয়ংক্রিয় একটি রাইফেল থেকে পানশালার ভেতর গুলি চালান। পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবরে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আক্রমণকারী ছিল একজন যুবক এবং তার হাতে একটি এ্যাসল্ট রাইফেল ছিল। এই হত্যাকাণ্ডে পেছনে কি উদ্দেশ্য ছিল তা এখনো স্পষ্ট নয়। হামলাকারীকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শহরে যে এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে সেখানে বেষ্ঠনি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।
 
হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। গত কয়েক মাসে ইসরাইল অধিকৃত বিভিন্ন এলাকায় বহু প্রাণঘাতী আক্রমণের পর এই হামলা হলো। তখন ১৩১ জন ফিলিস্তিনি ও ২১ জন ইসরাইলি নিহত হয়েছিল।  

তবে তেল আবিবের মেয়র রন হুলদাইকে উদ্ধৃত করে জেরুসালেম পোস্ট পত্রিকা জানাচ্ছে, এটি হয়ত জাতীয়তাবাদ-প্রসূত একটি সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা।

পুলিশের মুখপাত্র মাইকি রোসেনফেল্ড জানিয়েছেন, হামলার পেছেনে সন্ত্রাসবাদী উদ্দেশ্য রয়েছে নাকি স্রেফ অপরাধমূলক ঘটনা তা পরিষ্কার নয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
 
নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিট ও গোপন বাহিনীগুলো তেল আবিবের বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে।

জেডএইচ