ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ৭

প্রকাশিত: ০৩:০৩ এএম, ২০ নভেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির অন্তত ৫০টি রাজ্যে তুষারঝড়ের ঘটনা ঘটেছে।

বাফালোতে ৫ ফুট পর্যন্ত তুষারের স্তর জমা হয়েছে। সেখানে আরও তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ ছাড়া নিউইয়র্কের উত্তর-পশ্চিমে ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে।

শুধু নিউইয়র্কের আশপাশ থেকেই সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন গাড়ি দুর্ঘটনায়, একজন গাড়িতে আটকা পড়ে ও পাঁচজন হার্ট অ্যাটাকে মারা গেছেন।

ফ্লোরিডা ও হাওয়াইসহ অন্তত ৫০টি অঙ্গরাজ্যে তাপমাত্রা আশঙ্কাজনকহারে কমে গেছে। প্রবল তুষারপাতের কারণে রাস্তাঘাট বন্ধের পাশাপাশি অসংখ্য যানবাহন আটকা পড়েছে। বাড়ি-ঘরেও অনেক লোকজন আটকা পড়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।