তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ
পশ্চিমবঙ্গ সংবাদদাতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে দলটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সি বলেন, ১০ দিগন্ত এই নাম নিয়ে আমরা কলকাতার মানুষের সামনে পৌঁছাতে চলেছি।
তিনি আরও বলেন, আমরা পানির সমস্যা অনেকটাই মেটাতে পেরেছি। কোথাও কোথাও জলাবদ্ধতা হলেও দুই ঘণ্টার মধ্যে পানি নামিয়ে দিতে পারি।
চিকিৎসা ব্যবস্থার কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের এই নেতা বলেন, প্রতিটি ওয়ার্ডে হেলথ ইউনিট রয়েছে। ৩০টি ডেঙ্গু সেন্টার করা হবে। ৮টি নাইট শেল্টার রয়েছে। আরও চারটি নাইট শেল্টার করা হবে। পার্ক ও বাজার উন্নতর করা হবে। কলকাতা পুরসভার পুরকর্মীদের সচ্ছলতার দিকে দেওয়া হবে নজর। প্রতিটা ওয়ার্ডে নারীদের জন্য টয়লেট ও শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। অনলাইন পরিষেবায় দেওয়া হবে জোর।
পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, যে প্রতিশ্রুতি আমরা ইশতেহারের মাধ্যমে দিচ্ছি, আমার বিশ্বাস মমতার নেতৃত্বে সেই কাজ আমরা করতে পারবো। আমাদের নেত্রী বলতেন কলকাতা তিলোত্তমা হবে। আজ আমরা বলি কলকাতা তিলোত্তমা হয়েছে, আরও বেশি তিলোত্তমা হবে। গত কয়েকদিন কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমি যা দেখেছি তাতে আমার বিশ্বাস, কলকাতার ১৪৪টা ওয়ার্ডেই আমরা জিতবো।
কলকাতার সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পর্যটন নিয়ে আমাদের নেত্রীর দৃষ্টিভঙ্গি খুব স্বচ্ছ। আজকে কলকাতার সৌন্দর্যায়ন যা হয়েছে তাতে লন্ডনকেও মাথা নিচু করতে হবে। বিজেপি অসত্য কথা বলছে। বিজেপি নোংরা প্রচার করছে।
এসময় তিনি নারীদের জন্য জিম তৈরি করার কথা জানান। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনের পর এই কলকাতা পুরসভা নির্বাচনও সমান গুরুত্বপূর্ণ। প্রতিটা বাড়িতে এই ইশতেহার পৌঁছে দেওয়া হবে।
জেডএইচ/জেআইএম