ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে যুক্তরাজ্যের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে গুরুতর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপড়েন চলছে। চরম উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গেও। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে ওই বৈঠক থেকে রাশিয়া যুগান্তকারী কিছু হবে বলে আশা করছে না। খবর বিবিসির।

ট্রাস বলেন, চলতি সপ্তাহে লিভারপুলের জি-৭ বৈঠকে ঐক্য প্রদর্শন করা হবে। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে সেটা কৌশলগত ভুল হবে। যুক্তরাজ্য ও তাদের মিত্ররা রাশিয়ার যেকোনো ধরনের পদক্ষেপকে বাধাগ্রস্ত করবে বলেও জানান তিনি।

ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য মোতায়েনের পরই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ইউক্রেনের ওপর শিগগিরই হামলা চালাতে পারে। তবে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করছে মস্কো।

যুক্তরাষ্ট্রসহ মিত্রদের আগের সতর্কতার কথা মনে করিয়ে ট্রাস বলেন, ইউক্রেনের প্রতি সম্মান রেখে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে জি-৭। রাশিয়া যদি কোনো অজুহাতে ইউক্রেনে হামলা চালায় তাহলে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনও রয়েছে ইউক্রেনের।

এদিকে জি-৭ বৈঠকের আগে ট্রাস লন্ডনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবারের সঙ্গে আলোচনা করেছেন। আমরা ইউক্রেনকে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছি এবং যুক্তরাজ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

এমএসএম/টিটিএন/জেআইএম