ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৮ নভেম্বর ২০২১

 

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বে আরও ৫৩৭৬ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৫ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল রাশিয়াতেই মৃত্যু হয়ে এক হাজার ২৩৯ জনের। একই সময়ে বিশ্বে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩০ জন। সুস্থ হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৯৮৬ জন।

ইউরোপের আরও কয়েকটি দেশে ওমিক্রন শনাক্ত

যুক্তরাজ্যসহ ইউরোপের আরও কয়েকটি দেশে এবার করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণের তালিকায় যুক্ত হলো জার্মানি ও ইতালি। করোনার এই নতুন ধরন সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় ধরা পরার পর দেশটির ওপর সবার আগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য। ধীরে ধীরে অন্যরাও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি শুরু করে। এর মাঝেই ইউরোপে যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেলো।

‘কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না তালেবান’

আফগানিস্তানে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না তালেবান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানকে সহায়তারও আহ্বান জানিয়েছেন তিনি।

টিকার এক ডোজ নিলেই যে কেউ প্রবেশ করতে পারবেন সৌদিতে

আগামী শনিবার (৪ ডিসেম্বর) থেকে করোনা প্রতিরোধী টিকার এক ডোজ সম্পন্ন করা যে কোনো দেশের নাগরিক সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে এ তথ্য। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে করোনার টিকার এক ডোজ সম্পন্ন করা যে কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, সেখানে পৌঁছার পর তাদেরকে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইথিওপিয়ার হামলায় সুদানের ৬ সেনা নিহত

ইথিওপিয়ান বাহিনীর হামলায় সুদানের ৬ সেনা নিহত হয়েছেন। শনিবার ওই হামলা চালানো হয়। সুদানের সামরিক বাহিনীর বেশ কিছু সূত্র রয়টার্সকে জানিয়েছে, দুই দেশের সীমান্তের কাছে একটি সেনা পোস্টে ইথিওপিয়ার বাহিনীগুলোর হামলায় ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায়, আল ফাশাকা আল সুঘরা তাদের বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনীর কয়েকটি দল ও মিলিশিয়ারা। হামলার ঘটনায় বেশ কয়েকজন সদস্যের প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়।

এবার কুয়েতে মানবপাচার মামলায় পাপুলের ৭ বছর কারাদণ্ড

বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে মানবপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। এর আগে কুয়েতের বহুল আলোচিত অর্থ ও ঘুষের মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। একটি হাই প্রোফাইল মানবপাচার মামলায় সাবেক এই বাংলাদেশি এমপিকে সাত বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ কুয়েতি দিনার জরিমানার আদেশ দিয়েছেন কুয়েতের শীর্ষ আপিল আদালত।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রোববার শুরুর দিকে পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার (২৫ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও জানা যায়নি। ভূমিকম্পের সময় পেরুর রাজধানী লিমা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইরাকে আইএসের হামলায় নিহত ৫, আহত ৪

ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর (পেশমার্গা) পাঁচ সদস্য নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আইএস এ হামলা চালিয়েছে। গোষ্ঠীটি ইরাকে দায়েশ নামে পরিচিত। রোববার (২৮ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় গোষ্ঠীটি। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়েছে। ইরাকের কেন্দ্রীয় ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধের মধ্যে দেশটির অনেক এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে দায়েশ স্লিপার সেলের মাধ্যমে সক্রিয় রয়েছে।

ওমিক্রন: আবারও মাস্ক বাধ্যতামূলক করলো যুক্তরাজ্য

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় মাস্ক পরা বাধ্যতামূলক করলো যুক্তরাজ্য সরকার। জানা গেছে, দেশটির দোকান-গণপরিবহনে এখন থেকে মাস্ক পরা বাধ্যতামূলক। তাছাড়া যুক্তরাজ্যে পৌঁছে ভ্রমণকারীদের অবশ্যই পিসিআর টেস্ট করাতে হবে। মঙ্গলবার থেকে এ নিয়ম কার্যকর হবে।

পরমাণু ইস্যুতে বৈঠক কাল, রাশিয়া-চীনের আলোচনায় ইরান

অবশেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার (২৯ নভেম্বর) পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আলোচনাকে সামনে রেখে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আলোচক দল রাশিয়া ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে আজ। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি।

এমএসএম/জিকেএস