ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে ফের দাঙ্গা, নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৪ নভেম্বর ২০২১

ইকুয়েডরের একটি কারাগারে বন্দিদের মধ্যে ফের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গুয়াইয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে শত শত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। খবর বিবিসির।

দেশটির পুলিশের কৌশলগত ইউনিট, যারা কারাগার ভবনে প্রবেশ করে, তারা বন্দুক ও বিস্ফোরক খুঁজে পেয়েছে বলে জানা গেছে। সম্প্রতি আরও বেশ কয়েকবার কারাবন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনশ জনের প্রাণ গেছে।

কারাবন্দিদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত সেপ্টেম্বরেও হতাহতের ঘটনা ঘটেছিল। ইকুয়েডরের ইতিহাসে কারাগারে সংঘটিত সহিংসতায় আগে কখনও এতো বন্দি হতাহত হননি।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এর আগে জরুরি অবস্থা জারি করেন। দেশটির কারাগারগুলোতে সংঘর্ষ থামাতে সেনাবাহিনীও কাজ করছে।

কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। জানা গেছে, ইকুয়েডরের কারাগারে বন্দির সংখ্যা ৩৯ হাজার।

এসএনআর/এমএস