ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিন লাদেনের সাবেক দেহরক্ষীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি মারা গেছেন। ইয়েমেনের একটি হাসপাতালের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান। ইয়েমেনের নাগরিক বাহরি দেশটির দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা শহরের একটি হাসপাতালে শনিবার তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪০ বছর।

তিনি আফগানিস্তানে আবু জান্দাল নামে পরিচিত ছিলেন। বাহরি আল কায়েদা নেতা বিন লাদেনের গাড়িচালকের কাজ করেছেন।

২০০৮ সালে যুক্তরাষ্ট্র পরিচালিত গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি ইয়েমেনে ফিরে যান।

১৯৯০ এর দশকে তিনি বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে ইসলামি জঙ্গি-বিদ্রোহীদের চালানো বিভিন্ন হামলায় জড়িত ছিলেন। পরবর্তী সময়ে তিনি আল-কায়েদায় যোগ দেন।

২০১০ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরি সতর্ক করে বলেছিলেন, ইয়েমেনের তরুণ সম্প্রদায় উগ্র মৌলবাদী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে।

জেডএইচ/এমএস