পুলিশের গুলিতে শিকাগোতে নিহত ২
যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুলিশের গুলিতে এক কলেজ ছাত্র এবং পাঁচ সন্তানের এক মা নিহত হয়েছেন। এক বছর আগে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশের পর তীব্র ক্ষোভের মধ্যেই একইভাবে নিহত হলেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাপসনিউজ।
স্থানীয় সময় শনিবার সকালে শিকাগো শহরের পশ্চিম অংশে ওয়েস্ট গারফিল্ড পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতি এমন হয়ে উঠেছিল যে পুলিশ অফিসার তার অস্ত্র বের করতে বাধ্য হন এবং দুইজন গুলিবিদ্ধ হয়।
নিহতরা হলেন- বেটি জোনস (৫৫) এবং কুইনটোনিও লেগরিয়ের (১৯)। নর্দান ইলিনয় ইউনিভার্সিটির ছাত্র লেগরিয়ের বাবার সঙ্গে বড়দিন কাটাতে শিকাগোতে এসেছিলেন। তাদের দুই তলা ওই কাঠের বাড়িতেই গুলির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বলছেন, বাবা-ছেলের ঝগড়ার মধ্যে লেগরিয়ের একটি বেইসবল ব্যাট নিয়ে বাবাকে শাসাতে শুরু করলে পুলিশ ডাকা হয়। সেখানেই পুলিশের গুলিতে মারা যান এই কলেজছাত্র। আর ওই বাড়ির নিচতলার বাসিন্দা বেটি জোনসের গায়ে গুলি লাগে কাঠের দরজা ভেদ করে।
বড়দিনের জন্য সাজানো বেটির বাড়ির দড়জায় বুলেটের একটি ছিদ্র ছিল। দেয়াল আর কার্পেটে ছিল রক্ত। তারই মধ্যে বেটির সন্তান আর আত্মীয়রা বিলাপ করছিলেন।
এআরএস/এমএস