বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব সৌদিতে
প্রতি বছরের মতো বিশ্বের সবচেয়ে বড় উট উৎসবের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। উপসাগরীয় বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও সৌদির উট মালিকরা এ উৎসবে অংশগ্রহণ করবেন। সৌদির রাজধানী রিয়াদে ৪০ দিন ধরে চলবে এ উৎসব যা শুরু হবে ১ ডিসেম্বর। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব সৌদি ক্যামেল ক্লাব আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক সাংস্কৃতিক, অর্থনৈতিক, ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠান।
প্রায় ৩৩ হাজার উটের মালিক এই বছর উৎসবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। রিয়াদের উত্তরাঞ্চলে ৩২ বর্গ কিলোমিটার এলাকাজুরে এ উৎসব অনুষ্ঠিত হবে। এসময় সারা বিশ্ব থেকে ভ্রমণকারীরা আসবেন। দিনে প্রায় এক লাখ লোক অনুষ্ঠান পরিদর্শন করবে বলেও ধারণা করা হচ্ছে।
উৎসবে অংশগ্রহণকারীরা ১৯টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে। বিজয়ী দলকে দেওয়া হবে ছয় কোটি ৬০ লাখ ডলার। সৌদিতে ১৪ লাখ উট রয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়।
আগের বছরগুলোতে উৎসবে উটের দৌড়, সেরা চেহারার উট পুরস্কার, নিলাম ও উট প্রশিক্ষণের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
সৌদি আরবের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি গড়ে তোলার জন্য ক্যামেল ক্লাবের এটি একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এ উৎসবের মাধ্যমে সৌদি আরবের ঐতিহ্যে উটের গুরুত্ব তুল ধরা হয়।
এমএসএম/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?