ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৪

প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এক সপ্তাহের টানা টর্নেডো, প্রবল বর্ষণ এবং বন্যায় অন্তত ২৪জন নিহত হয়েছে। মিসিসিপি, টেনেসি, আরকানস এবং আলাবামাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

কর্মকর্তারা বলছেন, টেক্সাস এবং ওকলাহোমাতে তুষারঝড়ের আশংকা রয়েছে যাতে ১৬ ইঞ্চি তুষার জমতে পারে। মিসিসিপিতে এক সপ্তাহে দেড় ডজনের বেশি টর্নেডোর আঘাতে প্রায় চারশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে বেশিরভাগ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ক্রিসমাসের ছুটিতেও হাজার-হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় কাটিয়েছেন।

যুক্তরাষ্ট্রে যদিও ক্রিসমাসের আগে চরমভাবাপন্ন আবহাওয়া নতুন নয়, তবে আবহাওয়াবিদরা বলছেন কয়েকটি এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২০১২ সালে ক্রিসমাসের সময় টেক্সাস ও আলবামায় বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানে।

এসআইএস/এমএস