ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আগুনে ক্ষতিগ্রস্ত বিল ক্লিনটনে শৈশবের বাড়ি

প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শৈশবের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল বলে কর্মকর্তারা সন্দেহ করছেন। আরকানসাস অঙ্গরাজ্যের ওই বাড়িতেই বিল ক্লিনটনের জন্ম। খবর বিবিসি।

আগুনে ওই বাড়ির একটি কক্ষ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। বিল ক্লিনটন তার শৈশবের বেশ কয়েকটি বছর এই বাড়িতে কাটিয়েছেন। ২০১১ সালে এটিকে যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক স্থাপনা ঘোষণা করা হয়।

সিটি অব হোপ’ শহরের পুলিশ প্রধান জে আর উইলসন জানান, গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই বাড়িতে আগুন জ্বলতে দেখেন একজন। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিল ক্লিনটন ছিলেন যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট। তিনি দুবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন এবং ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন।

জেডএইচ/এমএস