ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দিল্লির ৯০ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৩১ এএম, ২৮ অক্টোবর ২০২১

দিল্লির বাসিন্দাদের অনেকেই নিজেদের অজান্তে করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ায় তারা সেরেও উঠেছেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতের রাজধানীতে সাম্প্রতিক সেরোলজিক্যাল সার্ভের (আইজি-জি পরীক্ষা) তথ্য বলছে, দিল্লির প্রায় ৯০ শতাংশ বাসিন্দার দেহে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে।

বুধবার দিল্লি সরকার এ রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, দিল্লির অনেক বাসিন্দার দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই সংখ্যাটি কোনো অবস্থাতেই ৮৫ শতাংশের কম নয়।

সেখানে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে গত জানুয়ারি মাসে পঞ্চম দফার সেরো সমীক্ষায় দেখা যায় ৫৬ শতাংশেরও বেশি দিল্লিবাসীর দেহে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।

শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা দেখার জন্য রক্ত পরীক্ষার নাম সেরোলজিক্যাল টেস্ট। অ্যান্টিবডি হলো বিশেষ এক ধরনের প্রোটিন যা শরীরে কোনো জীবাণু প্রবেশ করলে তার বিরুদ্ধে লড়াই করে।

এমএইচআর