মোটরসাইকেলে শিশুদের সুরক্ষায় কঠোর আইন হচ্ছে ভারতে
ভারতের রাস্তায় যত গাড়ি চলে তার তিন-চতুর্থাংশই দুই চাকার মোটরসাইকেল। কিন্তু অনেক সময় দেখা যায়, চালকেরা হেলমেট পরলেও সঙ্গে থাকা শিশুদের মাথা ফাঁকা। অভিভাবকদের এ অভ্যাস বন্ধ করতে কঠোর আইন করছে দেশটি। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে আইনের খসড়াও।
মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রকাশিত খসড়া আইনে বলা হয়েছে, ভারতে নয় মাস থেকে চার বছর বয়সী শিশু মোটরসাইকেলে চড়লে হেলমেট পরা বাধ্যতামূলক। শিশু সঙ্গে থাকলে মোটরসাইকেল সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে চালানো যাবে। শিশুদের চালকের সঙ্গে বেঁধে রাখতে ‘সেফটি হারনেস’ ব্যবহারও বাধ্যতামূলক হবে।
এছাড়া শিশু আরোহীদের সুরক্ষা নিশ্চিত না করলে আইনভঙ্গকারীদের এক হাজার রুপি জরিমানার পাশাপাশি তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।
১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটরযান আইন সংশোধন করে এসব বিধি সংযোজনের প্রস্তাব দিয়েছে ভারতের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রণালয়। ২০২২ সাল থেকেই কার্যকর হতে পারে এই নতুন নিয়ম।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
কেএএ/জিকেএস