ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার নারীকে চাকরিচ্যুত করেছে অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে, জেনেকে পারিস নামে এক নারী কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। ওই নারী প্রাতিষ্ঠানিক যৌন হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে জানা গেছে। আন্দোলনের অংশ হিসেবে হ্যাশট্যাগ #অ্যাপলটুও চালু করেন তিনি।

jagonews24

সিএনএনকে স্থানীয় সময় শুক্রবার (১৫ অক্টোবর) দেওয়া এক সাক্ষাতকারে পারিস দাবি করেন, অ্যাপল তাকে জানিয়েছে যে, অফিসের তথ্য গণমাধ্যমকে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি কোম্পানির ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ হস্তান্তরের আগে অনেক ফাইল মুছে ফেলেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে। অ্যাপলের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন পারিস। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শেষ কর্মদিবস ছিল তার।

jagonews24

চলতি বছর আগস্টে শের স্কারলেট নামে এক সহকর্মীসহ #অ্যাপলটু চালু করেন পারিস। নিজেদের সুরক্ষিত করার জন্য সবাইকে সংগঠিত করাই মূল লক্ষ্য-এই স্লোগানে কাজ শুরু করেন তারা। এ সংক্রান্ত যে কোনো তথ্য দিতে সহকর্মীদের আহ্বানও জানান তারা। এতে ব্যাপক সাড়া মিলে। তাদের কাছে শত শত অভিযোগ আসতে থাকে যৌনতা, বৈষম্য, বর্ণবাদ ইস্যু সম্পর্কিত। পারিসের দাবি, ধর্ষণ, এমনকি আত্মহত্যার মতো কিছু বিষয় উঠে আসে।

যদিও পারিসের অভিযোগ নিয়ে এখনো অ্যাপলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পারিসের আরেক সহকর্মী স্কারলেট, যিনি এখনো অ্যাপলে চাকরি করছেন তিনিও কোনো মন্তব্য করতে রাজি নন।

এসএনআর/জিকেএস