ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

একনায়কদের সরানো উচিত নয় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

মার্কিন নির্বাচনে দুই প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার বাশার আল আসাদের মতো একনায়কদের ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের চেষ্টা করা উচিত হবে না। রোববার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানের আলাদা দুটি পর্বে এ মন্তব্য করেন এ দুই প্রার্থী। খবর রয়টার্সের।

এ সময় উভয় প্রার্থী বলেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ও ইরাকের সাদ্দাম হুসেইন ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য কম বিশৃঙ্খল থাকতো। এ দুজনের পতনের পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে।

এনবিসির ওই অনুষ্ঠানে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী স্যান্ডারস বলেন, আসাদ, হুসেইন এবং গাদ্দাফি ক্ষমতায় থাকলে ওই অঞ্চলগুলো আরো অধিক স্থিতিশীল হতো। একই প্রশ্নে পৃথক স্বাক্ষাতকারে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন, শতভাগ- (স্থিতিশীল থাকতো) এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে?

তবে ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানকে ভুল বলে মনে করেন ডেমোক্র্যাট দলের দুই প্রার্থী ও ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্যে গভীরভাবে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের আরো সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে নিজ দলের আরেক প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন স্যান্ডারস। সে সময় ইরাক দখলের পর সেটিকে ভুল বলে মন্তব্য করেন হিলারি। পরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দ্রুততার সঙ্গে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি হিলারি সমর্থন করেছেন উল্লেখ করে তার সমালোচনা করেন স্যান্ডার্স। স্যান্ডারস ভোটারদেকে ২০০৩ সালে ইরাক দখলে ক্লিনটনের সমর্থনের কথা ভোটারদের স্মরণ করিয়ে দেন।

স্যান্ডারস বলেন, ২০১১ সালে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিনটন। লিবিয়ায় মার্কিন হামলার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা দেশটির জঙ্গিরা পূরণ করছে।

এসআইএস/আরআইপি