ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পদবির সঙ্গে ‘অশ্লীল’ শব্দের মিল থাকায় চাকরি পাচ্ছেন না তরুণী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

পদবির সঙ্গে ‘অশ্লীল’ শব্দের মিল থাকায় বিপাকে পড়েছেন আদিবাসী সম্প্রদায়ের এক তরুণী। অনলাইন বা অন্য কোনো মাধ্যমে তিনি চাকরি আবেদন করতে পারছেন না।

ওই তরুণীর নাম প্রিয়াংকা। ভারতের আসামের গুয়াহাটির বাসিন্দা। তিনি যে সম্প্রদায়ে থাকেন সেখানে দুই ধরনের পদবির চল রয়েছে। তারই একটি হলো ‘তিয়া’। আর এই শব্দটি নিয়েই সমস্যায় আছেন প্রিয়াংকার।

তিনি জানান, যখনই কোনো চাকরির জন্য আবেদন করছেন, তখন ‘তিয়া’ পদবির জন্য অনলাইন সফটওয়্যার সেটাকে অশ্লীল শব্দ হিসেবে চিহ্নিত করে বাতিল করেছে। ফলে আবেদন করেও তার নাম বাতিল হয়েছে শুধুমাত্র এই শব্দের জন্য। এমনকি অনেক বেসরকারি প্রতিষ্ঠান তার এই পদবির জন্য আবেদনপত্র বাতিল করেছে। যখনই কোনো চাকরির ইন্টারভিউ দিতে যেতেন, তার পদবি শুনে সবাই উপহাস করতেন।

প্রিয়াংকা বলেন, লোকজনকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছি যে, আমার পদবি কোনো অশ্লীল শব্দ নয়। এটা একটা পদবি মাত্র। আমাদের সম্প্রদায়ে অধিকাংশ মানুষের এই পদবি রয়েছে।

এদিকে শেষ পর্যন্ত একটি প্রতিষ্ঠান তিনি ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন। তবে সেখানে তার চাকরি হয়েছে কি না তা জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার

জেডএইচ/জেআইএম