ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদা। এর মাধ্যমে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে গেলেন। এবার সাধারণ নির্বাচনে জিতলে ইয়োশিহিদে সুগার উত্তরসূরি হবেন কিশিদা। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র এক বছরের মধ্যেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুগা।

ফুমিও কিশিদা জানিয়েছেন, এখন তার প্রথম লক্ষ্য হচ্ছে দেশটির সাধারণ নির্বাচনে এলডিপির নেতৃত্ব দেওয়া এবং জয়ী হওয়া। কয়েকদিনের মধ্যেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

জনগণের দ্বিমত থাকার পরেও টোকিও অলিম্পিকের আয়োজন করায় ক্ষমতাসীন এলডিপি কিছুটা জনপ্রিয়তা হারিয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিশিদা নিকটতম প্রতিদ্বন্দ্বী তারো কোনোকে হারিয়ে এলডিপির নেতা হিসেবে জয়ী হয়েছেন। একজন জনপ্রিয় প্রার্থী হওয়ার পরেও কিশিদার কাছে হেরে গেছেন তারো কোনো।

পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার অবস্থান অনেকটা নিশ্চিত। দীর্ঘদিন ধরেই জাপানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। গত বছরের নির্বাচনে তিনি ইয়োশিহিদে সুগার কাছে হেরে যান। তবে অবশেষে সেই কাঙ্খিত সময় আসছে এবং তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

তবে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কিশিদাকে বেশ কিছু কঠিন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। করোনা পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি মোকাবিলায় কাজ করতে হবে তাকে।

টিটিএন/জিকেএস