ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পর্যটন প্রসারে ভারত-ভুটান সীমান্তে চালু হচ্ছে বাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

পশ্চিমবঙ্গ সংবাদদাতা

ভারত-ভুটান সীমান্তের শহর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ শহর থেকে বাস পরিষেবা চালু করতে যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। পর্যটন প্রসারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী ভুটানের সীমান্তঘেঁষা জয়গাঁ-আলিপুরদুয়ার ও জয়গাঁ-শিলিগুড়ি রুটে বাস চালু করা হবে। পরবর্তীতে জয়গাঁ-কলকাতা রুটেও কয়েকটি বাস চালুর পরিকল্পনা রয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষের।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্তঘেঁষা জয়গাঁ শহরে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির (জেডিএ) সঙ্গে বৈঠক করেন। পরে বাস চালুর সিদ্ধান্তের কথা জানান তিনি।

এএএইচ/এএসএম