ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের ওপর দিয়েই উড়লো মোদীর উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের জেরে দেশটির আকাশসীমা ব্যবহার কার্যত বন্ধ। এ কারণে অনেকটা বাধ্য হয়েই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওপর দিয়ে উড়োজাহাজ ওড়াতে হলো ভারতকে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে বহনকারী সেই বিশেষ উড়োজাহাজটিকে যেতে হয়েছে পাকিস্তানের আকাশপথ দিয়েই।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবারের সফরে যুক্তরাষ্ট্রে তিনদিন থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এসময় জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি কোয়াড জোটের বৈঠকে অংশ নেবেন তিনি। থাকবে বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও।

কিন্তু এই বহুপ্রতীক্ষিত সফরের আগেই একপ্রকার অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হলো ভারত সরকারকে। আফগানিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় শত্রুভাবাপন্ন দেশ পাকিস্তানের কাছে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইতে হলো ভারতকে।

২০১৯ সালে বালাকোটে ভারতীয় বাহিনীর বিমান হামলার পর ভারতের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় পাকিস্তান। এরপর কিছু রুট খুলে দেওয়া হলেও এখনো বন্ধই রয়েছে অধিকাংশ পথ।

দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বহু বছরের। সম্প্রতি আফগানিস্তান ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে তাদের সম্পর্ক। পাকিস্তান তালেবান গোষ্ঠীকে সরাসরি মদত দিচ্ছে বলে অভিযোগ রয়েছে ভারতের।

কেএএ/এএসএম