দক্ষিণ চীন সাগরে উত্তেজনা উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মারাত্মক সামরিক উত্তেজনা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে চীন। শনিবার দেশটির প্রতিরক্ষা দফতরের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে দু’টি মার্কিন বোমারু বিমান বি-৫২ উড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বেইজিং হুঁশিয়ারি দিয়েছে। গতমাসে স্পার্টলি দ্বীপপুঞ্জের চীনের কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে এ দুটি মার্কিন বোমারু বিমান উড়ে যায়।
চীনের বিবৃতিতে বলা হয়েছে, বিরোধপূর্ণ অঞ্চলে উদ্দেশ্যে প্রণোদিতভাবে উত্তেজনা উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানের চলাচল এবং অন্যান্য সামরিক তৎপরতা সমগ্র অঞ্চলকে সামরিকীকরণ করতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এদিকে পেন্টাগন কর্মকর্তারা মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, তারা বি-৫২ বিমানের উড়ে যাওয়ার পথটি খতিয়ে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা দাবি করে বলেন, খারাপ আবহাওয়ার কারণে পাইলট নির্ধারিত আকাশ পথের বাইরে গিয়ে থাকতে পারে। যুদ্ধবিমান হয়ত চীনের দাবিকৃত এলাকায় ঢুকে পড়েছিলেন বলেও জানান এ কর্মকর্তা।
পেন্টাগনের মুখপাত্র বিল উর্বান বলেন, ওই দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে বিমান উড়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। চীনের উদ্বেগের পর তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান। এদিকে এ ঘটনার পর চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠিতে ভারতের ‘নো কমেন্ট’
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা