বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬৪তম সদস্য আফগানিস্তান
আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যপদ পেয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংস্থাটির মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলনে এ সদস্যপদ অনুমোদন করা হয়েছে। খবর দ্য হিন্দুর।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ডব্লিউটিও`র ১৬৪তম সদস্য নির্বাচিত হয়েছে। এছাড়া দীর্ঘ ১১ বছরের আলোচনার পর স্বল্পোন্নত দেশুগুলোর মধ্যে ৩৬ তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদের জন্য ২০০৪ সালে আফগানিস্তান আবেদন করেছিল।
সম্মেলনে আফগানিস্তানের উপপ্রধান নির্বাহী মোহাম্মাদ খান বলেন, বাণিজ্যভিত্তিক উন্নয়ন নতুন অর্থনৈতিক সুযোগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। এর ফলে দারিদ্র দূর হবে এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন ঘটবে। তিনি বলেন, আজ আফগানিস্তানের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন।
সংস্থাটিতে আফগানিস্তানের আনুষ্ঠানিক সদস্যপদপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজাভেদো। এক দশকেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে আফগানিস্তানের অধিকাংশ প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এছাড়া নিরাপত্তাহীনতা ও দুর্নীতি ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার