ভারতে করোনায় আরও ২১৯ জনের মৃত্যু
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ২৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫ জন। খবর: আনন্দবাজার পত্রিকা।
রোববারের তুলনায় সোমবার দৈনিক মৃত্যুও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হলো ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জনের।
আক্রান্তের সংখ্যা কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও ফের কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ৬৫২ জন। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন।
এমএইচআর/এএসএম