ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হেজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

লেবাননের শিয়া মুসলিমদের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর সঙ্গে ব্যবসায়িক তৎপরতায় জড়িত সব ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন আইন প্রণেতারা সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদন করেছেন। এখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সইয়ের জন্য ওই বিলটি হোয়াইট হাউজে পাঠানো হবে।

হেজবুল্লাহ পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মানার এর সম্প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আল-মানার সম্প্রচারে জড়িত স্যাটেলাইট অপারেটরদেরকে এ চ্যানেল বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ওবামা এ বিলে সই দেবেন। বিল তৈরিতে হোয়াইট হাউজ এবং মার্কিন কংগ্রেস একযোগে কাজ করেছে বলেও জানান তিনি।

এসআইএস/এমএস