ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় আধাসামরিক বাহিনীর ৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুয়েটায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আধাসামরিক বাহিনীর কমপক্ষে তিন সদস্য নিহত হয়েছেন। রোববার এক আত্মঘাতী নিজের মোটরবাইকে থাকা বিস্ফোরক দিয়েই ওই হামলা চালিয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগান সীমান্তের কাছাকাছি মিয়ান গান্ডি শহরের ফ্রন্টিয়ার কন্সটাবুলারি গার্ডসের সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সেখানে হাজারা শিয়া ব্যবসায়ীরা সবজি বেচা-কেনা করেন।

পুলিশ কর্মকর্তা আজহার আকরাম বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বেসামরিকও রয়েছেন।

পুলিশের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের এক মুখপাত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই অঞ্চলে বিভিন্ন সুন্নি ইসলামিক গ্রুপগুলো প্রায়ই বিভিন্ন শিয়া মুসলিমদের ওপর হামলা চালিয়ে থাকে।

টিটিএন/এমএস