ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ত্রাণ সহায়তা গ্রহণে চালু কাবুল বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

ত্রাণ সহায়তা গ্রহণের জন্য চালু করা হলো কাবুল বিমানবন্দর। সাধারণ মানুষের চলাচলের জন্য খুব দ্রুত প্রস্তত করা হচ্ছে পুরো বিমানবন্দরটি। শনিবার (৪ সেপ্টেস্বর) আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

কাতারের রাষ্ট্রদূত বলেছেন, আফগান কর্তৃপক্ষের সহযোগিতায় কাবুল বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে।

এদিকে, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার খুশিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে ‘আকাশের দিকে’ গুলি ছুড়ে আনন্দ উদযাপন করেছেন তালেবান যোদ্ধারা। তবে তাদের এই কাণ্ড বিপদ ডেকে এনেছে অনেকের। এদিন কাবুলে গুলিবিদ্ধ হয়ে ১৭ জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। শনিবার (৪ সেপ্টেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনার পর যোদ্ধাদের বাতাসে গুলি ছুড়ে বিজয়োল্লাস না করতে আহ্বান জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এক টুইটে তিনি বলেন, বাতাসে গুলি করা এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে আল্লাহকে ধন্যবাদ দিন। অস্ত্র-গোলাবারুদ আপনাদের হাতে, সেগুলো নষ্ট করার অধিকার কারও নেই। গুলিতে সাধারণ মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি, তাই অযথা গুলি করবেন না।

এমএসএম/জিকেএস