ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে ট্রেন-মিনিবাসের সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

তুরস্কে একটি মালবাহী ট্রেন এবং একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। শনিবারের ওই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। তুরস্কের বার্তা সংস্থা ডেমিরোরেন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই বার্তা সংস্থা জানিয়েছে, তেকিরদাগ প্রদেশের এরগেন রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে কেরকেজকয় শহরের দিকে যাত্রা করা একটি মালবাহী ট্রেনের সঙ্গে কারখানার শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নিহতদের সবাই মিনিবাসের যাত্রী। কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে।

এর আগে ২০১৮ সালে করলু শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২৫ জন নিহত হয়। ভারি বৃষ্টির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

টিটিএন/এমকেএইচ