ইরানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৪
ইরানের পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, কুর্দিস্তান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত আরও আট জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাসটি কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের মারিভান ও কামইয়ারান এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। তবে চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্য আরেকটি সূত্র বলছে, বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় ১৬ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১২ জন।
ইরানের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ইরান।
সূত্র: এএফপি
এসএনআর/ইএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার