ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সবচেয়ে দামি ভারতীয় চিত্রকর্ম

প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

ভারতের মুম্বাইয়ে নিলামে একটি চিত্রকর্ম ২৩ কোটি ৯০ লাখ রুপিতে (৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে। ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকায় স্থান পেয়েছে বাসুদেব গাইতোন্ডের তেলরঙে আঁকা একটি চিত্রকর্ম।

১৯৯৫ সালে আঁকা গাইতোন্ডের ওই চিত্রকর্মটি একজন ক্রেতা নিলামে কিনে নিয়েছেন। তবে নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি। এরআগে ভারতীয় চিত্রশিল্পীদের মধ্যে ফ্রান্সিস নিউটন সুজার চিত্রকর্ম সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল। নিউটনের বিক্রি হওয়া চিত্রকর্মটি ৪০ লাখেরও বেশি মার্কিন ডলারে বিক্রি হয়।

২০০৮ সালে সুজার বার্থ নামক চিত্রকর্মটি ১১ কোটি ৩০ লাখ রুপিতে বিক্রি হয়। দ্বিতীয় দফায় ২০১৫ সালে নিউ ইয়র্কে অপর এক নিলামে একই চিত্রকর্মটি (বার্থ) ৪০ লাখেরও বেশি ডলারে বিক্রি হয়। গাইতোন্ড ১৯২৪ সালে মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে মারা যান। তাকে ভারতের অন্যতম প্রধান বিমূর্ত চিত্রশিল্পী বলে বিবেচনা করা হয়।

নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির ওয়ার্ল্ড আর্ট প্রধান উইলিয়াম রবিনসন বলেন, নিলামে বিক্রি হওয়া চিত্রকর্মটি কোনো ভারতীয় শিল্পকর্মের জন্য বিশ্বরেকর্ড।

এসআইএস/এমএস